দলীয় সিদ্ধান্ত অমান্যের ঘটনায় ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন,মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক তাইজুল ইসলাম, জেলা শাখার অধীনস্থ মীরকাদিম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহেদুল ইসলাম আসিফ, মুন্সীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব সিয়াম সাজ্জাদ সরকার ও গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম আহমেদ অপু।
আজ শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট অভিযোগের কারণে তাদেরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নিদের্শনা প্রদান করেন।
এসকে/টিকে