অনুরাগ কাশ্যপের কাল্ট ক্লাসিক ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ শুধু তার সময়ের চেয়ে এগিয়ে ছিল না—ছিল বহু আলোকবর্ষ সামনে। মুক্তির সময় বক্স অফিসে সীমিত সাফল্য পেলেও, সময়ের সঙ্গে সঙ্গে এই দুই পর্বের অপরাধ মহাকাব্য ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে উঠেছে। নির্মম বাস্তবতা, মাটির গন্ধমাখা গল্প বলার ভঙ্গি এবং অবিস্মরণীয় সংলাপ আজও দর্শকের মনে গেঁথে আছে।
ফয়জল খানের নিস্পৃহ হাসি হোক বা সরদার খানের অগ্নিগর্ভ রাগ—প্রতিটি চরিত্রই হয়ে উঠেছে আইকনিক। আজকের OTT-নির্ভর যুগে, যেখানে আঞ্চলিক ও রুটেড গল্পের প্রতি দর্শকের আগ্রহ তুঙ্গে এবং পরিণত কনটেন্টের জন্য রয়েছে প্যান-ইন্ডিয়া বাজার, ২০২৬ সালে মুক্তি পেলে ‘ওয়াসেপুর’ নিঃসন্দেহে বক্স অফিসে ঝড় তুলত। এমনকি সাম্প্রতিক মেগা-হিটগুলিকেও ছাপিয়ে যেত বলে মত চলচ্চিত্র বিশেষজ্ঞদের। সময় প্রমাণ করেছে—ওয়াসেপুর কেবল ছবি নয়, এক সাংস্কৃতিক ঘটনা।
এবি/টিএ