হাতে সময় আর মাত্র ছাব্বিশ দিন এমন গুঞ্জনের মধ্যেই ফের আলোচনায় বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। দীর্ঘদিন ধরেই এই তারকাজুটির সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তাঁরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি বিজয় বা রশ্মিকা।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজপ্রাসাদে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারতে পারেন বিজয় ও রশ্মিকা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা দুই পরিবারের সদস্য ও অতি নিকটজনদের। তবে এই তথ্য নিয়ে তারকাজুটি এখনও মুখে কুলুপ এঁটেই রয়েছেন।
এর মধ্যেই শুক্রবার রাতে মুম্বই বিমানবন্দরে রশ্মিকার উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়। বিমানবন্দরে অভিনেত্রীকে দেখে সেখানে উপস্থিত ছবিশিকারিরা মজা করে জানতে চান, তাঁরা কি বিয়ের নিমন্ত্রণ পাবেন না। প্রশ্ন শুনেই হেসে ফেলেন রশ্মিকা। প্রথমে অবাক ভঙ্গিতে জানতে চান, কিসের নিমন্ত্রণ। পর মুহূর্তেই হালকা হাসি দিয়ে বলেন, সামনে তাঁর একটি সিনেমা মুক্তি পাচ্ছে, নিশ্চয়ই কিছু না কিছু করা হবে। এরপর আর কোনও কথা না বাড়িয়ে আলোকচিত্রীদের উদ্দেশে হাত নেড়ে বিমানবন্দরের ভিতরে চলে যান তিনি।
বিজয় ও রশ্মিকার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই নানা ইঙ্গিত মিলেছে। একাধিকবার একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে তাঁদের। সম্প্রতি রোম থেকে একসঙ্গে ঘুরে ফিরেছেন এই যুগল। সেই সফর ঘিরে অনেকে বলাবলি করছেন, বিয়ের আগেই নিজেদের অবিবাহিত সময় উদ্যাপন করতেই বিদেশ সফরে গিয়েছিলেন তাঁরা।
এই গুঞ্জন প্রসঙ্গে এর আগেও একবার মুখ খুলেছিলেন রশ্মিকা। তিনি জানিয়েছিলেন, গত চার বছর ধরে একই ধরনের প্রশ্ন তাঁকে বারবার শুনতে হচ্ছে। মানুষ যেমন এই সম্পর্ক নিয়ে কৌতূহলী, তেমনই সুখবর শোনার অপেক্ষাতেও রয়েছেন। তবে তাঁর স্পষ্ট বক্তব্য, সঠিক সময় না আসা পর্যন্ত তিনি এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলবেন না।
তবে বিনোদন মহলের একাংশের দাবি, আর খুব বেশি দেরি নেই। আগামী মাসের মধ্যেই নাকি পরিণতি পেতে চলেছে বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার এই বহুচর্চিত সম্পর্ক।
এমকে/টিকে