রমজান মাসে সাড়ে তিনটা পর্যন্ত অফিস

আসন্ন পবিত্র রমজান মাসে সকাল ৯টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অফিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন এ নিয়মে অফিস চলবে।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, রমজান মাসে জোহরের নামাজের জন্য সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। এছাড়া সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলবে।

তবে ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ডাকঘর, বাংলাদেশ রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান সরকার ঘোষিত এ নতুন সময়সূচীর আওতার বাইরে থাকবে।

এছাড়া জনস্বার্থ বিবেচনায় সরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের মত অফিসের সময়সূচী নির্ধারণ করতে পারবে বলেও তিনি জানান।

  

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: