সুপ্রিম কোর্টের বিচারপতি করোনায় আক্রান্ত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে ওই বিচারপতির পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, ৮ মে ওই বিচারপতি করোনা সংক্রমিত হয়েছেন বলে ধারণা করে তার পরিবারের সদস্যরা। কারণ ওই দিন থেকেই তার শরীরে সামান্য জ্বর ও কাশির উপসর্গ দেখা দেয়। পরে অধিক জ্বর ও অন্যান্য অসুস্থতার কারণে ১০ মে বিচারপতিদের একটি ভিডিও কনফারেন্সে তিনি যোগ দেয়া থেকে বিরত থাকেন।

পরে ১১ মে ওই বিচারপতি তার করোনা পরীক্ষা করান। এতে ফল পজিটিভ আসে। ওই সময় পর্যন্ত তিনি বাসাতেই ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ মে তাকে মুগদা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

 

টাইমস/এসএন

Share this news on: