নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আব্দুল জলিল (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিমারাকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইব্রাহিম, মিরাজ উদ্দিন, জয়নাল উদ্দিন, শফিকুল মিয়া, মুর্শিদ মিয়া, খুরশিদ মিয়া ও মুসলিম উদ্দিন। তাদের মধ্যে ইব্রাহিম ও মিরাজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অন্যদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিমারাকান্দা গ্রামে সোমবার বিকালে মসজিদের ইমাম জয়নাল আবেদিনের ছোট ভাই মিরাজ উদ্দিন মাছ ধরতে গেলে একই এলাকার দুলালের ছেলে শাহ আলম বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে আব্দুল জলিল লোকজন নিয়ে মাঠে ধান শুকাতে গেলে আগের দিনের ঘটনাকে কেন্দ্র করে দুলাল মিয়ার লোকজন তাদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। এতে আব্দুল জলিল ঘটনাস্থলে নিহত হন। এ সময় সাতজন আহত হন।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, মাছ ধরার বিষয়কে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। তদন্তসাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তি চাই আমি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দ্রুত ঘটনাস্থলে যাই। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ