করোনা: সিলেটে আরও ৪৩ জন আক্রান্ত

সিলেটে নতুন করে আরও ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২৮ জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান এ তথ্য জানান।

মো. আনিসুর রহমান বলেন, বুধবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্থাপিত বিশেষ পরীক্ষাগারে প্রথমবারের মতো ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের বিশেষায়িত পরীক্ষাগারে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ৪৩ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত চিকিৎসক।

এ নিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫০২ জনের। এর মধ্যে সিলেটের ২২৮ জন, হবিগঞ্জের ১৩১ জন, সুনামগঞ্জের ৮২ ও মৌলভীবাজারের ৬১ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে নয়জন মারা গেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: