আক্রান্ত ৩০ হাজার ছাড়াল, একদিনে সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাস সংক্রমণের ৭৬তম দিনে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ১ হাজার ৬৯৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৩০ হাজার ২০৫ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু হয়েছে। এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাড়াল ৪৩২ জন।

শুক্রবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বুলেটিনে ডা. নাসিমা জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৮৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬ হাজার ১৯০ জন সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয় ৮ মার্চ এবং এ রোগে ১৮ মার্চ প্রথম একজন রোগীর মৃত্যু হয়।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ