বুয়েটে ভর্তিতে ফার্স্ট হওয়া সেই অনিক ডাক পেলেন গুগলে

চট্টগ্রামের ছেলে অনিক সরকার ২০১৪ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই সেরা ছাত্র অনিক সরকার এবার ডাক পেলেন গুগলে। বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। বুয়েটে ভর্তির পর তিনি সেরা ছাত্র হয়েই মেধার স্ফুরণ ঘটিয়েছেন। তিনি বুয়েটে ফার্স্টক্লাস ফার্স্ট হয়ে গ্র্যাজুয়েশন শেষ করেন। পরে তিনি বুয়েটে রিসার্চ এসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি বুয়েটে পোস্ট গ্র্যাজুয়েশনে আছেন।

অনিক সরকার চট্টগ্রাম কলিজিয়েট স্কুল থেকে এসএসসি পাস করেন। পরে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করে বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন।

জানা গেছে, গুগলের ইউরোপীয় হেড অফিস ডাবলিনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অনিককে নিয়োগ দেয়া হচ্ছে। তিনি গুগলের ক্লাউড স্টোরেজ গ্রুপে যোগ দিচ্ছেন।

টাইমস/জেকে

Share this news on: