রক্তচোষা এঁটুলির দাপটে নাজেহাল রাশিয়া

করোনাভাইরাসের দাপটে নাজেহাল গোটা বিশ্ব। এরই মাঝে রাশিয়ায় নতুন ত্রাস হিসেবে রক্তচোষা এক পোকার প্রাদুর্ভাব ঘটেছে। এ যেন 'মরার উপর খাড়ার ঘা'। সম্প্রতি সাইবেরিয়ার একটি বিস্তৃত অঞ্চলজুড়ে ছেয়ে গেছে রক্তচোষা এই এঁটুলি পোকা।

দেশটিতে এ পোকার কামড়ে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ। করোনার আতঙ্কের মাঝেই এই ভয়ংকর এঁটুলির দাপটে তীব্র ভয় বিরাজ করছে রাশিয়ার মানুষজনের মধ্যে। কারণ, এঁটুলি পোকার আক্রমণে এনসেফেলাইটিসের মতো এক প্রকার রোগ হয়। যার ওষুধ বা ভ্যাকসিন কিছুই নেই। খবর ডেইলি মেইল

জানা গেছে, এ পোকার আক্রমণ রাশিয়ায় এবারই প্রথম নয়। এর আগে বহুবার একই কাণ্ড ঘটেছে দেশটিতে। তবে চোখ কপালে ওঠার মতো বিষয় হল, যতবারই এ পোকার আক্রমণ হয়, ততবারই ব্যাপক হারে মানুষ মারা গেছে। ২০১৫ সালে এ পোকার আক্রমণে দেড় লাখের বেশি মানুষ মারা গিয়েছিল।

ডেইলি মেইল বলছে, এখন পর্যন্ত ভয়ংকর এ পোকার আক্রমণে সাইবেরিয়ার কাছেই ক্রাসনয়ের্স্ক এলাকায় কমপক্ষে ৮ হাজার ২১৫ জন মানুষ গুরুতর অসুস্থ হয়েছেন। এর মধ্যে ২ হাজার ১২৫ শিশুও রয়েছেন। রাশিয়ার আরেক এলাকা এসভায়ার্ডলস্কে এ পোকার কামড়ে অসুস্থ হয়েছেন প্রায় ১৭ হাজার ২৪২ মানুষ। যার মধ্যে শিশুই রয়েছে ৪ হাজার ৩৩৪টি।

ভয়ংকর এঁটুলি পোকা ঘাসের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকে। কোনো একজন মানুষকে পেলেই এক্কেবারে জেঁকে ধরে। এর কামড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষের মস্তিস্ক। বিশেষজ্ঞদের মতে, অল্প শীতেই এঁটুলিরা ব্যাপকভাবে ছড়িয়ে গিয়ে প্রভাব বিস্তার শুরু করে। এ মুহূর্তে রাশিয়ায় হালকা শীতের পরিবেশ বিরাজ করছে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ