জামিনে মুক্ত আমির খসরু

নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জামিন পেয়ে কারাগার থেকে ছাড়া পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১২ নভেম্বর) সকাল ৭টায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এ সময় কারা ফটকে আত্মীয়-স্বজন ও বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী তাকে বরণ করেন।

এর আগে ৪ নভেম্বর বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ তাকে এই মামলায় জামিন দেন।

আদালত সূত্র জানায়, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের দেশব্যাপী আন্দোলনের সময় নওমী নামে এক বিএনপি কর্মীর সঙ্গে আমীর খসরুর ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ফোনালাপে সরকারবিরোধী আন্দোলনের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

Share this news on: