অনিয়মের অভিযোগে বরিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ভুয়া চিকিৎসক, পরীক্ষাগারে নিম্নমানের উপকরণ ব্যবহার, ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে বরিশালের আগরপুর সড়কের দি মুন মেডিকেল সার্ভিস ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. শাহিন ও মো. ইব্রাহিমকে ৬ মাস করে এবং দুই টেকনিশিয়ান শ্যাম সাহা ও শ্যামল মজুমদারকে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, বরিশালের ডায়াগনস্টিক সেন্টারগুলো বিভিন্ন অনিয়ম করছে। এখানে ডাক্তার কিংবা প্রশিক্ষিত টেকনিশিয়ান নেই। চিকিৎসকের জাল স্বাক্ষর ব্যবহার করে রিপোর্ট দেওয়া হচ্ছে। পরীক্ষাগারে ব্যবহৃত উপকরণের মেয়াদ ও মান ঠিক নেই। এমনকি ল্যাবটির বৈধ সনদও নেই।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ