যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশ নিষেধাজ্ঞা ঠেকাতে বিল পাস

কয়েকটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আদেশের বাস্তবায়ন ঝুলে রয়েছে আদালতের নির্দেশে। এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার কেড়ে নিতে যেন কেউ ‘বিশেষ নির্বাহী আদেশ’ জারি করতে না পারেন সেজন্য এবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে।

‘নো ব্যান অ্যাক্ট’ বিলটি বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ২৩৩-১৮৩ ভোটে পাস হয়। নিউইয়র্কে বাংলাদেশিদের কাছে জনপ্রিয় কংগ্রেসওম্যান গ্রেস মেং ছিলেন এই বিলের অন্যতম উদ্যোক্তা। উচ্চকক্ষ সিনেটেও যেন বিলটি পাস হয় এজন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর নিউইয়র্ক টাইমস

সিনেটে বিলটি পাস হলে সেটি আইনে পরিণত হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের প্রয়োজন হবে। যদি তিনি স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান, তাহলে আবার দুই তৃতীয়াংশ ভোটে কংগ্রেসে বিলটিকে পাস করাতে হবে। এটি সম্ভব হলে ট্রাম্পের সই ছাড়াই বিলটি আইনে পরিণত হবে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার কিছুদিনের মধ্যেই ২০১৭ সালের ২০ জানুয়ারি সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের ভিসা প্রদান বন্ধের ঘোষণা দেন। দেশগুলো হলো- ইরান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান। এছাড়াও উত্তর কোরিয়া, নাইজেরিয়া, মিয়ানমার ও ভেনিজুয়েলার নাগরিকদের ওপরও নিষেধাজ্ঞা দেন তিনি। যদিও আদালতের নির্দেশে সেটি এখনো বাস্তবায়ন হয়নি।

বিল পাস করার বিষয়ে গ্রেস মেং বলেছেন, আগামি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হতে পারলে ফের যদি আরও বেশি সংখ্যক মুসলিম অধ্যুষিত দেশসহ ট্রাম্পের ‘অপছন্দের’ কিছু দেশের নাগরিকদের ভিসা নিষিদ্ধের আদেশ জারি করেন, সেই শঙ্কা থেকেই এই বিল পাস করা হয়েছে।

মেং বলেন, ‘‘মুসলমানদের নিষিদ্ধ করে ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর থেকেই আমি আন্দোলনকারীদের পক্ষে রয়েছি। আমি কংগ্রেসে দাবি উঠিয়েছিলাম, ওই বিধি কার্যকর করার জন্য বরাদ্দকৃত অর্থ বাতিলের জন্য। এরই ধারাবাহিকতায় ‘নো ব্যান অ্যাক্ট’ পাস হওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’’

তিনি বলেন, “মুসলমানরা হল কঠোর পরিশ্রমী মানুষ, বিশেষ করে কুইন্সে বসবাসরতরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে এই অঞ্চলকে এগিয়ে নিতে অপরিসীম ভূমিকা পালন করছেন। এ অবস্থায় আমাদের সকলকে ট্রাম্পের মুসলিম বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমন ধর্মীয় বিদ্বেষপূর্ণ মনোভাব কোনোভাবেই সুন্দর মনের প্রকাশ ঘটায় না। এমন নিষ্ঠুরতাকে যুক্তরাষ্ট্রের সংবিধানও প্রশ্রয় দেয় না।”

প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ায় সন্তোষ জানিয়েছে মুসলিম বার অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক। ভোটের আগে বিলের সমর্থনে কাজ করা মুসলিম অ্যাডভোকেটসের নির্বাহী পরিচালক ফারহানা খেরা বলেন, এটি মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই বিল ট্রাম্প প্রশাসনকে দেখাবে যে, যাদেরকে তারা বঞ্চনা করেছে তারাও অধিকার ও মর্যাদার অধিকারী।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
হাদির মৃত্যুতে অভিনেত্রী চমকের বার্তা Dec 19, 2025
img
দীপিকার পথ অনুসরণ রাধিকার, কাজের সময় নির্ধারণে অনড়! Dec 19, 2025
img
বাংলাদেশ ব্যাংকের শুক্রবারের লিখিত পরীক্ষা স্থগিত Dec 19, 2025
img
সাংবাদিক নূরুল কবিরকে আক্রমণের অর্থ কেউ রক্ষা পাবে না : মঞ্জুরুল আলম Dec 19, 2025
img
ইউজিসির নিয়োগ পরীক্ষা স্থগিত Dec 19, 2025
img
সন্ধ্যায় আসবে হাদির মরদেহ Dec 19, 2025
img
বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান Dec 19, 2025
img
ওসমান হাদির শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়: ফরিদা আখতার Dec 19, 2025
img
বুলডোজার দিয়ে রাজশাহীতে আ.লীগের অফিস গুঁড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা Dec 19, 2025
img
প্রাপ্য ভালোবাসা মানেই সৃষ্টিকর্তার দয়া: রানী মুখার্জি Dec 19, 2025
img
পত্রিকা অফিসে হামলার তীব্র নিন্দা জানালেন মির্জা ফখরুল Dec 19, 2025
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Dec 19, 2025
img
চাপের বিয়েকে অর্থহীন বললেন অভিনেতা অক্ষয় খান্না Dec 19, 2025
img
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় সাবেক রেসার গ্রেগ বিফলের মৃত্যু Dec 19, 2025
img
হুমকির ঘটনায় থানায় জিডি করলেন হান্নান মাসউদ Dec 19, 2025
img
দ্রুত বিচার না হলে এনসিপি কঠোর কর্মসূচিতে যাবে : আখতার হোসেন Dec 19, 2025
img
এবার হান্নান মাসউদকে হত্যার হুমকি Dec 19, 2025
img
সম্পর্কের চেয়ে আয়োজন বড় নয়: শ্রুতি হাসান Dec 19, 2025
img
বজ্রপাতে কেঁপে উঠল দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন 'বুর্জ খলিফা' Dec 19, 2025
img
গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার থানায় সেলফি, দুই পুলিশ ক্লোজড Dec 19, 2025