বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সংগীতা ভৌমিক সম্পা। রোববার সকালে পৌরসদরের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সংগীতা ভৌমিক পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার গেড়াখোলা গ্রামের শ্যামল ভৌমিকের মেয়ে এবং বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের সেরাপুর গ্রামের বিকাশ বিশ্বাসের স্ত্রী।

তবে নিহতের পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে তার শ্বশুরবাড়ির লোকজন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত তিন বছর আগে সম্পার সঙ্গে বিকাশ বিশ্বাসের আদালতের মাধ্যমে বিয়ে হয়। তবে সে বিয়ে তখন মেনে নেয়নি সম্পার শ্বশুরবাড়ির কেউ। এরপর নানা টানাপোড়েন শেষে সাত মাস আগে আনুষ্ঠানিকভাবে তাদের পুনঃবিবাহ হয়। শ্বশুরের চাকরির সুবাদে তারা বোয়ালমারী বাজারে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

সম্পার মা অনিতা রানী বসাক বলেন, বিয়ের পর থেকেই সম্পার উপর নানাভাবে অত্যাচার করে আসছে বিকাশের পরিবার। এমনকি তাকে খাবার পর্যন্ত দেওয়া হতো না। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

এ বিষয়ে সম্পার শ্বশুর বিমল বিশ্বাস বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিরোধ ছিল না। তবে সপ্তাহ খানেক আগে পার্লারে ভ্রু প্লাগ করা নিয়ে সম্পাকে তার শাশুড়ি বকাঝকা করে। আত্মহত্যার আগে সম্পা বাবার বাড়ির লোকদের সঙ্গে কথা বলে। তারাও হয়তোবা বেশি কিছু বলেছে, আর এই অভিমানেই হয়তো সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি আমিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য সম্পার স্বামীকে থানায় আনা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ