রিমান্ড নামঞ্জুর করে টিকটক ‘অপু ভাইকে’ কারাগারে পাঠানোর নির্দেশ

সড়কে মারামারির ঘটনায় জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকের বাংলাদেশি টিকটকার ‘টিকটক অপু’ ওরফে ‘অপু ভাই’ এর রিমান্ড আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার অপুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে উভয় শুনানি শেষে রিমান্ড আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক বেগম মাহমুদা আক্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই আজিজুর তালুকদার।

এর আগে রোববার উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের আলাউল এভিনিউ এলাকায় সড়কে এক ব্যক্তিকে মারধর করেন অপু। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি সোমবার রাতে অপুসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার উত্তরা থেকে ‘টিকটক অপু’ ওরফে ‘অপু ভাইকে’ গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ