২৩ সেপ্টেম্বর শুরু টাইগারদের শ্রীলঙ্কা সফর

দীর্ঘ বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে জাতীয় ও এইচপি (হাইপারফরম্যান্স) দল। শ্রীলঙ্কায় ৩ টেস্ট ও ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে জাতীয় দল। ২৪ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট।

বুধবার মিরপুরে বিসিবি কার্যালয়ে এক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে বিসিবি। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, হাই পারফরমেন্স ইউনিটের প্রধান নাঈমুর রহমান ও দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার।

জাতীয় দলকে সাহায্য করতেই এক সঙ্গে শ্রীলঙ্কায় যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের প্রধান নাঈমুর রহমান জানান, যাওয়ার আগে জাতীয় দল ও এইচপির একটি কন্ডিশনিং ক্যাম্প হবে দেশে। তবে মূল ক্যাম্পটা হবে শ্রীলঙ্কাতে। জাতীয় দল যখন সিরিজে চলে যাবে তখন শ্রীলঙ্কাতে এইচপির যে সিরিজটি আছে আমরা সেটাতে চলে যাব।

তিনি বলেন, যাওয়ার তারিখটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে। সেপ্টেম্বরের ২৩ তারিখে যাওয়ার কথা রয়েছে। জাতীয় দলের যে সিরিজটা আছে সেখানে শ্রীলঙ্কা ওদের জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া অন্য কাউকে যোগ করতে চাচ্ছে না। এক সঙ্গে গেলে জাতীয় দলের সাহায্য হবে, আমাদেরও সাহায্য হবে। এইচপিরও একটা ভালো অভিজ্ঞতা হবে। জাতীয় দলের জন্য ওরা অনেক কম প্রস্তুতি ম্যাচ প্রস্তাব করেছে। আমাদের এইচপির প্লেয়ারদের জাতীয় দলের প্লেয়ারদের সঙ্গে খেলার এবং থাকার ভালো অভিজ্ঞতা হবে।

নির্বাচক হাবিবুল বাশার জানান, সেপ্টেম্বরের শেষের দিকে দল যাবে। তার আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দল ঘোষণা করা হবে। এখন ক্রিকেটার আনা-নেওয়া করা সহজ নয় বলে একটু বেশি ক্রিকেটার নিতে হবে। জাতীয় দলের খেলোয়াড় সংখ্যা ১৫ জনের বেশিই হবে। এইচপির ২৬ জনের দল আছে। চোট না থাকলে ওদের পুরো দলটাই যাবে।

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, সেপ্টেম্বরের মাঝামাঝিতে হয়তো আমরা ১০-১২ দিন অনুশীলন করে এইচপি দলকে নিয়ে শ্রীলঙ্কায় চলে যাব। ওখানে প্রায় ২০-২৫ দিন আমরা অনুশীলন করবো। এরপর অক্টোবরের ২৪ তারিখে আমাদের প্রথম টেস্ট শুরু হবে।

জাতীয় দল ও হাই পারফরম্যান্স দলের প্রস্তুতি ক্যাম্প দেশেই শুরু হলেও এর বেশিরভাগটা হবে শ্রীলঙ্কাতেই। সফরের প্রথম তিন সপ্তাহের খরচ বিসিবিকে বহন করতে হবে। জাতীয় দল ও হাই পারফরম্যান্স দলের সিরিজ শুরুর ঠিক আগে থেকে তাদের খরচ বহন করবে শ্রীলঙ্কা ক্রিকেট।

গত ১১ মার্চ দেশের মাটিতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ওই টি-টোয়েন্টির পর থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে আছেন টাইগাররা।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
৩ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৪ ঘণ্টার আলটিমেটাম Jul 16, 2025
img
কিংসের অনুশীলন মাঠে সাফের ম্যাচ, দর্শকশূন্য আয়োজন Jul 16, 2025
img
তারেক রহমানের সভাপতিত্বে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক Jul 16, 2025
img
মুক্তির আগেই ফাঁস হলো রজনীকান্তের ‘কুলি’র গল্প Jul 16, 2025
img
গোপালগঞ্জে হামলার ঘটনায় মাদারীপুরের পদযাত্রা স্থগিত করল এনসিপি Jul 16, 2025
img
হামলা যে মাত্রারই হোক গ্রহণযোগ্য নয়, অবশ্যই শাস্তির আওতায় আসবে : উপদেষ্টা রিজওয়ানা Jul 16, 2025
img
ছয় মাস গাড়ি চালাতে পারবেন না এমা ওয়াটসন Jul 16, 2025
img
আমাদেরকে মেরে ফেলাই ওদের উদ্দেশ্য : আখতার হোসেন Jul 16, 2025
img
স্ট্রেঞ্জার থিংসের শেষ লড়াই, প্রকাশিত হলো পঞ্চম মৌসুমের টিজার Jul 16, 2025
img
আবারও ৩০ বিলিয়ন ছাড়াল রিজার্ভ Jul 16, 2025
img
সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন সেলেনা গোমেজ ও বেনি Jul 16, 2025
img
টাইগারদের দাপুটে বোলিংয়ে ১৩২ রানে থামলো শ্রীলঙ্কা Jul 16, 2025
img
ক্ষুদে ভক্তকে জড়িয়ে ধরে সবার হৃদয় জয় করলেন সালমান খান Jul 16, 2025
img
বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের কোনো আপত্তি নাই : হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল Jul 16, 2025
img
জন্মদিনে স্ত্রীর গালে চুমু এঁকে প্রেম প্রকাশ ভিকির Jul 16, 2025
img
কোথায় হারিয়ে গেলেন ‘মিঠাই’ খ্যাত নায়িকা সৌমিতৃষা Jul 16, 2025
img
‘আমি জুলাইয়ের গল্প বলব বন্ধু’ শিরোনামে গান নিয়ে এলেন সায়ান Jul 16, 2025
img
সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নৌপরিবহন উপদেষ্টা Jul 16, 2025
img
মুন্নী সাহা-কবির দম্পতির ১৮ কোটি টাকা অবরুদ্ধ Jul 16, 2025
img
বলিউডে ইতিহাস গড়তে আসছে ৪ হাজার কোটির ‘রামায়ণ’ Jul 16, 2025