বিমানের আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিক ভাবে তুলে নিতে যাচ্ছে সৌদি আরব। করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন ধরে দেশটিতে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার থেকে সৌদি আরব আবারও আন্তর্জাতিক রুপে বিমান পরিচালনা করতে যাচ্ছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে। এছাড়া আগামী বছরের জানুয়ারিতে স্থল, আকাশপথ ও সমুদ্রপথে স্থায়ী ভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

সৌদি সরকার জানিয়েছে, আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নাগরিক এবং সৌদির বাসিন্দা নন কিন্তু সৌদিতে ইকামার অনুমতি আছে এমন বিদেশী নাগরিক এবং ভ্রমণ ভিসাপ্রাপ্ত ব্যক্তিরা সৌদিতে বিমান পথে প্রবেশ করতে পারবেন।

তবে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই সবাইকে করোনামুক্ত বা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট জমা দিতে হবে। অনথ্যায় সৌদি আরবে প্রবেশ করা যাবে না।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ