নুরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে তরুণীর দায়ের করা মামলার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। আমাদের সব নলেজে রয়েছে। যেভাবে এড্রেস করা দরকার সেভাবেই পুলিশ তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঙ্গত কারণে পুলিশকেও এগিয়ে নিতে হবে। পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা দরকার পুলিশ স্টাফ কলেজের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, পুলিশ স্টাফ কলেজে আজ ১৭তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বোর্ড সভায় নতুন যেসব প্রস্তাবনা এসেছে সেগুলো আমরা দেখেছি। যেসব প্রস্তাব বোর্ড সভায় উত্থাপন হয়েছে সবগুলোই যুক্তিযুক্ত মনে হয়েছে। এগুলো বাস্তবায়নে আলোচনা করেছি।

আরও পড়ুন

এবার ভিপি নূরের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলা

শাহবাগে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ-সমাবেশ

ভিপি নুর মুক্ত

 

টাইমস/এইচইউ

Share this news on: