বরিশালে নদীতে জেলেদের হামলায় নিখোঁজ নৌযান মালিক

বরিশালের মুলাদী উপজেলায় নৌযানের ইঞ্জিলের পাখায় জেলেদের জাল কাটাকে কেন্দ্র করে জেলেদের হামলায় মালবাহী একটি নৌযানের মালিক জয়ন্তী নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান এক ব্রিফিংএ এসব কথা জানান।

নিখোঁজ সিধু খান চাঁদপুরের বাসিন্দা। তার পিতার নাম মৃত রুস্তম আলী। আহতরা হলেন, মতলব উপজেলার রায়পুর গ্রামের বিল্লাল পাটোয়ারীর ছেলে ও নৌযান মালিকের ভাগিনা রাকিব। তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, সোমবার সন্ধ্যায় জাল কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে জেলেরা তাদের উপর হামলা করে। হামলায় সিধু খান নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।

আহত রাকিব জানান, জয়ন্তী নৌযানটি জয়ন্তী নদী দিয়ে যাওয়ার সময় জেলেরা আমাদের সংকেত দিয়ে রুট পরিবর্তন করতে বললে আমাদের জাহাজে গতি থামিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। যার ফলে তারা আমাদের উপর হামলা চালায়। এই হামলায় নৌযানের মালিক নিখোঁজ হয়।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: