'২৫ টাকা কেজি আলু নিয়ে মাঠে নামছে টিসিবি'

আলুর দামে যে আগুন লেগেছে তা নিয়ন্ত্রণে এবার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। টিসিবির মাধ্যমে মাত্র ২৫ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে।

রোববার (১৮ অক্টোবর) বিকালে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া দাম বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে। চলতি সপ্তাহের মধ্যেই টিসিবি আলু নিয়ে বাজারে নামবে।

মন্ত্রী জানান, বাজারে যে পরিমাণ আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, তা ২৫ টাকা কেজি দরে বিক্রি করবে টিসিবি। এছাড়া অস্থির আলুর বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকার ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত দ্রুতই মাঠে নামবে।

 

টাইমস/এসএন

Share this news on: