ফরম পূরণের আংশিক টাকা ফেরত পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা

করোনাভাইরাসের কারণে বাতিল হওয়া এবছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের আংশিক টাকা ফেরত পাবেন শিক্ষার্থীরা। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, করোনার কারণে যেহেতু এবছর এইচএসসি পরীক্ষা হচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এইচএসসির ফরম পূরণের কিছু টাকা ফেরত দেয়া হবে। পরীক্ষার উদ্দেশ্যে যেসব খাতে টাকা ব্যয় হয়নি, সেসব খাতের টাকা শিক্ষার্থীরা ফেরত পাবেন।

জিয়াউল হক আরও বলেন, পরীক্ষা কেন্দ্র ফি থেকে কিছু অংশ, ইনভিজিলেটর ফি, ব্যবহারিক পরীক্ষার ফি থেকে শিক্ষার্থীরা অর্থ ফেরত পাবেন। তবে কত টাকা ফেরত দেয়া হবে এখন পর্যন্ত ঠিক করা হয়নি।

 

টাইমস/এসএন

Share this news on: