সাকিবের নিরাপত্তায় সশস্ত্র গানম্যান

কলকাতায় কালীপূজার অনুষ্ঠানে অংশ নেয়ায় সাকিব আল হাসানকে হত্যার হুমকির বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বসেরা অলরাউন্ডারের নিরাপত্তায় সশস্ত্র নিরাপত্তা প্রহরী (গানম্যান) নিয়োগ দিয়েছে বিসিবি।

এর আগে সাকিবের নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনাও করেছে দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি।

বুধবার (১৮ নভেম্বর) মিরপুরে অনুশীলনে এলে সাকিবের সঙ্গে গানম্যানকে দেখা গেছে।

এর আগে গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন সিলেটের যুবক মহসিন তালুকদার। তাকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাকিব। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে সার্বিক বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি হওয়ায় ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন সাকিব আল হাসান।

 

টাইমস/এসএন

Share this news on: