উচ্চশিক্ষার স্বপ্নভঙ্গ, ঢাকায় এসে ছুরিকাঘাতে নিহত মুন্না

বিদেশে গিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন তুর্কি মুন্না ওরফে সংগ্রাম। সৈয়দপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে চলতি বছরে উচ্চমাধ্যমিক পাশ করেন। ঢাকায় বন্ধুর বাড়িতে থেকে আইইএলটিএস (IELTS) করার সিদ্ধান্ত নেন তিনি। তবে মুন্নার সেই স্বপ্ন থামিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। নড়াইল থেকে ঢাকা এসে লাশ হয়েছেন তিনি।

রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শাহআলী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

মিরপুর শাহ আলী থানার ওসি আবুল বাশার মো. আসাদুজ্জামান বলেন, সংগ্রামের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে কে বা কারা খুন করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে তুর্কি মুন্না, সংগ্রাম হিসেবেই স্বজনদের কাছে পরিচিত। উচ্চশিক্ষা অর্জনে দেশের বাইরে যাওয়ার ইচ্ছে ছিল তার। সেজন্য ঢাকায় বন্ধুর বাড়িতে থেকে আইইএলটিএস (IELTS) করার সিদ্ধান্ত নেয় সে। পরে বুধবার (১৮ নভেম্বর) ভোরে নামেন ঢাকায়। কিন্তু সংগ্রামের সেই স্বপ্ন আর পূরণ হল না। দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন তিনি।

 

টাইমস/জেকে/এসএন

Share this news on: