টানা ৭ দিন ঘুমান, ১০ জনের খাবার খান ভম্বল

কুম্ভকর্ণের কথা আমরা সবাই জানি। যে কিনা ঘুমাতো টানা ৬ মাস। তবে আজকে আমরা যার কথা বলব তিনি ৬ মাস না হলেও, টানা ৭ দিন ঘুমিয়ে থাকেন। একাই খেতে পারেন দশজনের খাবার। বলছি মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক কৃষ্ণপুর গ্রামের ভম্বল শীলের (৩৫) কথা।

তার চলাফেরা বা কথাবার্তা শুনে বোঝার কোনো উপায় নেই যে, ভম্বল শীল এমন। কিন্তু তার এমন অস্বাভাবিক জীবন-যাপন চলছে দুই যুগ ধরে। বিষয়টি স্থানীয়দের কাছেও বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

জানা গেছে, চৌদ্দ-পনের বছর বয়সে এক মেলা থেকে ফেরার পথে ভম্বল ভয় পেয়েছিলেন। এরপর থেকেই তার আচরণে পরিবর্তন আসে। শুরু হয় অনিয়ন্ত্রিত জীবনযাপন। স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও টাকার অভাবে সুচিকিৎসা করাতে পারেননি। ৪ ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ভম্বল শীল। এক ভাই আর দুই বোন ভারতে থাকেন। বড় ভাই শংকর শীলের সঙ্গে একই বাড়িতে থাকেন তিনি।

চিকিৎসকরা জানান, এটি একটি জটিল মানসিক রোগ। ভালো চিকিৎসা পেলে এ রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব। তবে চিকিৎসা করানোর মতো সেই টাকা নেই ভম্বল শীলের পরিবারের।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: