চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

কেক কেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে চবি উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূচক উন্নীতকরণে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরণী আখতার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শিরণী আখতার বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উন্নত বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের কাতারে সামিল করতে জ্ঞান-গবেষণার ক্ষেত্র সম্প্রসারণের সাথে সাথে উচ্চশিক্ষা ও গবেষণার অধিকতর মানোন্নয়নের কোন বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘যে জাতি জ্ঞান-গবেষণায় যত বেশি সমৃদ্ধ সে জাতি তত বেশি উন্নত। আর বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান-গবেষণার উন্মুক্ত ক্ষেত্র। তাই উন্নত জাতি গঠনে বিশ্ববিদ্যালয়কে জ্ঞান-গবেষণায় আরও সমৃদ্ধ হতে হবে।’


টাইমস/নওশাদ/এনজে

Share this news on: