ফেব্রুয়ারিতে ভারতে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

আগামী ফেব্রুয়ারিতে ভারতে, অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনওয়ালা। শুক্রবার  দিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে  অংশ নিয়ে তিনি একথা জানান।

আদার পুনওয়ালা আরও জানান, দুদফায় ভ্যাকসিনটি দেয়া হবে। ফেব্রুয়ারিতে  বা প্রথম দফায় ভ্যাকসিনটি পাবে স্বাস্থ্যকর্মী এবং প্রবীনরা। আর সর্বসাধারণের জন্যে এই ভ্যাকসিন দেওয়া হতে পারে আগামী এপ্রিলে । সাধারণ রোগীদের কাছে এই ভ্যাকসিনের দুই ডোজের দাম এক হাজার ভারতীয় রুপি নেওয়া হতে পারে। তবে সব কিছু নির্ভর করবে চূড়ান্ত ট্রায়ালের ফল ও নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদনের পর।

আগামী ২০২৪ সালের মধ্যে সব ভারতীয়কে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে বলে আশা করেন পুনওয়ালা।

 

টাইমস/আরএ

Share this news on: