মাস্ক ব্যবহার না করলেই কঠোর ব্যবস্থা

দেশে করোনার দ্বিতীয় ঢেউ থেকে সুরক্ষিত থাকতে সবার মাস্ক ব্যবহার কঠোর ভাবে নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে ভ্রাম্যমাণ আদালতকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বিভাগীয় কমিশনাররা গত সাতদিন ধরে বহু মানুষকে জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়েছে। তারপরও আমরা আরও স্ট্রং অ্যাকশনে যেতে নির্দেশ দিয়েছি।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শাস্তি বাড়িয়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এখন থেকে মাস্ক না পরলেই শাস্তির মুখোমুখি হতে হবে।

 

টাইমস/এসএন

Share this news on: