বিখ্যাত মার্কিন ঔপন্যাসিক উইলিয়াম থমাস গ্যাডিস জুনিয়র। তিনি ১৯২২ সালের ২৯ ডিসেম্বর নিউইয়র্কে জন্মগ্রহণ করেন।
গ্যাডিসের ‘দ্য রিকনিশনস’ বইটি টাইম ম্যাগাজিনের ১৯২৩ থেকে ২০০৫ পর্যন্ত সেরা ১০০টি উপন্যাসের মধ্যে স্থান করে নেয়। ‘জেআর’ এবং ‘এ ফ্রোলিক অফ হিজ অ্যান’ বই দুইটির জন্য গ্যাডিস বার্ষিক মার্কিন জাতীয় বই পুরস্কার জিতে নেন। এছাড়াও তিনি জেনিয়াস অ্যাওয়ার্ড, ল্যানান লিটারেরি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মানে ভূষিত হন।
গ্যাডিস ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর নিউইয়র্কের পূর্ব হ্যাম্পটনে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি হলো-
“ক্ষমতা জনগণকে দুর্নীতিগ্রস্থ করে না, বরং জনগণই ক্ষমতাকে দুর্নীতিগ্রস্থ করে।”