জর্জ পারসন ল্যাথরপ ১৮৫১ সালের ২৫ আগস্ট হাওয়াইয়ের হনলুলুতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন আমেরিকান কবি, ঔপন্যাসিক এবং সংবাদপত্রের সম্পাদক।
তিনি আরেক ঔপন্যাসিক নথানিয়াল হাথর্নের মেয়ে রোজ হাথর্নকে বিয়ে করেছিলেন।
জর্জ ১৮৭৯ সালে বোস্টন কুরিয়ার পত্রিকার সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। তার বিখ্যাত বইগুলো হলো আগ্রারগ্লো এবং ক্যাকোডি এলস। এছাড়াও জর্জ ক্যাথলিক সামার স্কুল আমেরিকা প্রতিষ্ঠা করেন।
জর্জ পারসন ল্যাথরপ ১৮৯৮ সালের ১৯ এপ্রিল মাত্র ৪৬ বছর বয়সে নিউইয়র্কে মারা যান।
তার একটি বিখ্যাত উক্তি হলো-
“একজন মহৎ ব্যক্তিই নামের জন্য বাঁচতে চায়, নামের জন্যই মরতে চায়।”