এপ্রিলেই ঢাকায় চলবে মেট্রোরেল

দেশে আগামী এপ্রিলে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রোরেল। প্রতি তিন মিনিট পরপর নির্দিষ্ট স্টেশনে থামবে এই ট্রেন। রাজধানীর উত্তরার তিনটি স্টেশনে ট্রায়াল রান থাকবে। তবে এই ট্রায়াল রানের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

মেট্রোরেল প্রকল্পের সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী এপ্রিলেই মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু করা হবে। এপ্রিল মাসকে টার্গেট করে এখন পুরোদমে কাজ চলছে। আপাতত তিনটি স্টেশন তৈরি করা হচ্ছে। তবে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

জানা গেছে, পরীক্ষামূলক চলাচলের জন্য টিকিট কাউন্টার, যাত্রী ওঠানামার সিঁড়ি, এস্কেলেটরসহ লিফট সংযোজন করা হবে। প্রতি তিন মিনিট পরপর যে ট্রেন থামবে সেই যাত্রীদের ওঠা-নামা নির্বিঘ্ন করার জন্য এই ব্যবস্থা নেয়া হচ্ছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে জানান, উত্তরা উত্তর, উত্তরা সেন্টাল, উত্তরা দক্ষিণে আপাতত তিনটি ট্রায়াল রান করার পরিকল্পনা রয়েছে। তবে আমরা চেষ্টা করছি, এটাকে বাড়িয়ে শহরের ভেতরে কয়েকটি ট্রায়াল রান স্থাপন করার। এভাবে মোট ১৬টি ট্রায়াল রান তৈরি করা হবে।

 

টাইমস/এসএন

Share this news on: