ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন যা বলেছেন, এটা তার ব্যক্তিগত অভিমত। ওই বক্তব্য কোনও গুরুত্ব বহন করে না। ‘
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার সকালে রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
মেয়র তাপস বলেন, কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কিছু বলে থাকেন, দায়িত্বশীল পদে থেকে সেটার জবাব দেয়াটা সমীচীন মনে করি না। এছাড়া যে অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই বস্তুনিষ্ঠ নয়।
মেয়র তাপস জানান, সিটি কর্পোরেশনের কর্মীদের বেতন দিতে না পারার অভিযোগ নিছকই একটি ভ্রান্ত কথা। এর বাস্তবিক কোনো ভিত্তি নেই।
টাইমস/এসজে/এসএন