নিজস্ব সাবমেরিন থেকে ইরানি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপন (ভিডিও)

নিজেদের তৈরি 'ফাতেহ' সাবমেরিন থেকে প্রথমবারের মতো টর্পেডো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। বৃহস্পতিবার চলমান নৌ মহড়ার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। যা সফল ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার থেকে ‘সাগরে শক্তিমত্তা-৯৯’ নামে নৌ মহড়া চালায় ইরান। নিজস্ব গবেষক ও বিজ্ঞানীরা নিজেদের উদ্ভাবিত প্রযুক্তির ‘ফাতেহ’ সাবমেরিন নির্মাণ করেছে দেশটি।

এই সাবমেরিন থেকে টর্পেডো ছোঁড়ার পর্বটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ায় তা ইরানের নৌ শক্তিতে নতুন মাত্রা যোগ করেছে বলে সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন।

ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের এই মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি বলেছেন, চলমান মহড়ায় ড্রোনের সাহায্যেও বিভিন্ন অনুশীলন সম্পন্ন করা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: