ভোটার নেই কেন্দ্রে, তারপরও নানা বিতর্ক

সারাদেশে দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে অধিকাংশ পৌরসভার ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। তারপরও কয়েকটি পৌরসভায় বিতর্কিত ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইভিএম নিয়েও পুরনো অভিযোগ আবার নতুন করে উঠে এসেছে। কয়েকটি নির্বাচনী এলাকায় আচরণবিধি ভঙ্গের অভিযোগও পাওয়া গেছে। দেশের বিভিন্ন পৌরসভার নির্বাচনের সর্বশেষ প্রাপ্ত খবর-

ছবি- কুষ্টিয়া

কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণে দিন ভোটারদের বাড়ি বাড়ি খাবার পৌছে দেয়ার অভিযোগ উঠেছে। এজন্য বড় বড় ডেকচিতে পোলাও-মাংস রান্না করে তা প্যাকেটে ভরে ভোটারদের বাড়ি বাড়ি পাঠানো হয়।

কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি পোলাও-মাংস রান্নার আয়োজন করেন। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ ডেচকি খাবার ও ১০০ প্যাকেট পোলাও জব্দ করে।

এদিকে জেলার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল ভোট দেয়ায় দুই কিশোরকে আটক করা হয়েছে। কুমারখালী তেবাড়ীয়া জয়বাংলা প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভার ৮নং নির্বাচনী কেন্দ্রের ৬নং বুথে জাল স্মার্ট কার্ডের মাধ্যমে ভোট দিতে গিয়ে তারা ধরা পড়ে। আটক দুই কিশোর হলো- কুমারখালীর তেবাড়ীয়া গ্রামের দুলালের ছেলে মামুন (১৪) ও লিটনের ছেলে স্বজল (১৬)।

ছবি- কুমারখালী

দিনাজপুর : দিনাজপুর পৌরসভা নির্বাচনে শনিবার সকাল থেকেই ভোটগ্রহণ চলছে। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম। ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন থাকলেও বুথে কোনো ভিড় নেই। ঘন্টার পর ঘন্টা একই ভোটাররা লাইনে দাড়িয়ে থাকছেন।

বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ওর কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ করা গেছে। তবে সাধারণ ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। দিনাজপুরের তিনটি পৌরসভার মোট এক লাখ ৮৩ হাজার ৯৬ জন ভোটারের জন্য ৭৪টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ছবি- বগুড়া

বগুড়া: জেলার শেরপুর পৌরসভা নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে আবু সাঈদ (৩৮) নামে একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যজিস্ট্রেটের আদালত।

সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর ডিজে উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পুলিশ তাকে আটক করে। মাস্ক পরে সাঈদ ভোট দিতে কেন্দ্রে আসেন। এসময় তার আচরণ সন্দেহজনক হলে কেন্দ্রের এজেন্টরা দায়িত্বরত পুলিশ সদস্যদের জানায়। পরে পুলিশ তাকে আটক করে। আবু সাঈদ শেরপুর উপজেলার গারুদা এলাকার বাসিন্দা।

ছবি- কুমিল্লার চান্দিনা

কুমিল্লা: চান্দিনা পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন ও নাজমুল হাসানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সংঘর্ষ শুরু হয়। তবে এখন পর্যন্ত ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চালু রয়েছে।

এদিকে চান্দিনা পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে। এতে ভোট প্রদানে বিলম্ব হওয়ায় দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন ভোটাররা। এ নিয়ে কুমিল্লায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বাগেরহাট: মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীসহ ১২ জন কাউন্সিলর প্রার্থী ভোট বর্জন করেছেন। এদের মধ্যে জামায়াত সমর্থিত দুজন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এছাড়া ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীও ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার দারুণ জয় Nov 10, 2025
img
সুপার টাইফুন ‘ফাং-ওং’র তাণ্ডব Nov 10, 2025
img
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ Nov 10, 2025
img
প্রথম নারী জেলা প্রশাসক পেল ব্রাহ্মণবাড়িয়া Nov 10, 2025
img
পাট অধিদপ্তরের ডিজিকে বদলি Nov 10, 2025
ডার্ক ওয়েবে ডেটা বিক্রির যুগ শেষ, বললেন আইসিটি উপদেষ্টা Nov 10, 2025
'সরকার নিজেদের দায়িত্ব ভুলে বসেছে' Nov 10, 2025
জনগণ সংস্কার বোঝে এবং জবাবদিহিতা চায়, দাবি তাসনিম জারার Nov 10, 2025
তারেক রহমানের উদ্দেশ্যে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী Nov 10, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 10, 2025
ফেনীতে রেললাইনে নাশকতার চেষ্টা,গেটম্যানের তৎপরতায় বাঁচলো শত প্রাণ। Nov 10, 2025
বিশাল বাজেট-তারকাবহুল কাস্ট, ‘কিং’ সিনেমা নিয়ে তুমুল আলোচনা Nov 10, 2025
img
২৭ ভরি সোনা চুরির পর নিজেই ধরা দিলেন চোর! Nov 10, 2025
img
এলডিসি উত্তরণের পর বছরে তৈরি পোশাক রপ্তানি বিলিয়ন ডলার হ্রাসের শঙ্কা Nov 10, 2025
img
রাজামৌলির নতুন ছবির খলনায়কের লুক নিয়ে নেটদুনিয়ায় হাসির বন্যা Nov 10, 2025
img
ভোট ভিক্ষা করেই পার্লামেন্টে হাজির হব : ওসমান হাদি Nov 10, 2025
img
বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই অসুস্থ মাহি, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন Nov 10, 2025
img
ভারতীয় আধিপত্য বিরোধী সংসদ গঠিত হোক : হাসনাত Nov 10, 2025
img
পল্টনের জনসভা সফল করার আহ্বান জানালেন গোলাম পরওয়ার Nov 10, 2025
img
ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদমুক্ত সংসদ চাই : হাসনাত আব্দুল্লাহ Nov 10, 2025