কর্মীকে বাঁচাতে গিয়ে ভাইরাল বিএনপি নেতা ইশরাক (ভিডিও)

পুলিশের লাঠিপেটায় মারাত্মক আহত কর্মীকে পুলিশের কাছ থেকে না নিয়ে ফিরতে চাচ্ছিলেন না ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র প্রার্থী ও বিএনপি নেতা ইশরাক হোসেন। এ অবস্থায় পুলিশ ইশরাক হোসেন ও তার কর্মীদের ওপর চড়াও হয়।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ চলাকালে এসব ঘটনা ঘটে। সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ হামলা চালিয়েছে বলে দাবি করেছে বিএনপি।

এদিকে সমাবেশে পুলিশের হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, বিএনপি নেতা ইশরাক হোসেন ও তার কর্মীরা পুলিশের বেধড়ক পিটুনীর শিকার হয়ে রাস্তার পাশে দাড়িয়ে আছেন। এসময় তার কর্মীরা তাকে প্রেস ক্লাবের ভেতরে নিয়ে যান। ঠিক এমন সময় পুলিশের নির্যাতনে মাথা ফেটে যাওয়া এক কর্মী ইশরাক হোসেনকে উদ্দেশ্য করে বলেন-‘ভাই, আমারে লইয়া যান, আমারে না লইয়া যাইয়েন না।’

কর্মীর এমন আবেদনে থেমে থাকতে পারেননি ইশরাক হোসেন। মুহুর্তেই তিনি ছুটে গিয়ে পুলিশের কাছ থেকে মারাত্মক আহত ওই কর্মীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ সদস্যদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে আহত কর্মীকে নিয়েই ফিরে যান মহানগর দক্ষিণ বিএনপির এই নেতা। এমনই একটি ভিডিও মুহুর্তেই ভাইরাল হয়েছে।

ভিডিও দেখুন--

 

টাইমস/এসএন

Share this news on: