বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় হত্যা

কুমিল্লার চান্দিনা উপজেলায় বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় মারা গেছেন মো. ফরিদ মিয়া নামের এক ব্যক্তি। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার এতবারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত কয়েক দিন ধরে চান্দিনার এতবারপুর গ্রামের রুহুল আমিনের ছেলে কলেজ ছাত্র হাবিব উল্লাহ এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

সোমবার সকালে মো. ফরিদ মিয়া ওই কলেজ ছাত্রের বাবা রুহুল আমিনের নিকট এ বিষয়ে নালিশ জানাতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের মারধরে মাটিতে লুটিয়ে পড়েন ফরিদ মিয়া। তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: