জাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, আহত ১০

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বহিরাগতরা। ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা গেরুয়ায় এ হামলার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থানীয়রা। এরপর রাত সাড়ে ৭টার দিকে এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলা চালায়। এখন পর্যন্থ শিক্ষার্থীরা ওই এলাকায় আটকা পড়ে আছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। শিক্ষার্থীদের শান্ত করেছি। পুলিশকে বলেছি, স্থানীয়দের শান্ত করার জন্য।

 

টাইমস/এসএন

Share this news on: