খালেদার দণ্ড মওকুফের বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের শর্ত শিথিল ও দণ্ডাদেশমওকুফের বিষয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।

বুধবার (৩ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বেগম জিয়াকে দেয়া জামিনের শর্ত শিথিল ও দণ্ডাদেশ মওকুফ করার আবেদন করেছে তাঁর পরিবার। বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে। তারপর সরকার সিদ্ধান্ত নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। তবে তাঁর পরিবার জানিয়েছে, তিনি বাসাতেই উন্নত চিকিৎসা নিতে চান। বেগম জিয়া বাসার বাইরে যেতে চাইছেন না।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন জমা দেন বলে জানান মন্ত্রী। বেগম জিয়ার পরিবারের আবেদন হাতে পাওয়ার পর তা সচিবের দপ্তরে পাঠিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

টাইমস/এসএন

Share this news on: