এপ্রিলে ১১ পৌরসভা ও ৩৭১ ইউনিয়নে নির্বাচন

আগামী ১১ এপ্রিল দেশের ১১টি পৌরসভা এবং ৩৭১ ইউনিয়ন পরিষদের সাধারণ নিবার্চনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনও এদিন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ মার্চ) নির্বাচন কমিশনের ৭৭তম সভা শেষে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, তফসিল অনুযায়ী ১৮ মার্চ মনোনয়ন দাখিলের শেষ তারিখ। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ১৯ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

যেসব পৌরসভায় নির্বাচন ১১ এপ্রিল- পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, ঝালকাঠি সদর পৌরসভা, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, চট্টগ্রামরে বোয়ালখালী ও যশোরের নওয়াপাড়া (অভয়নগর)।

 

টাইমস/এসএন

Share this news on: