কাশ্মীরে আফগান ‘স্টিকি বোমা’ আতঙ্ক

এবার নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাশ্মীরে। কারণ উপত্যকায় একের পর এক আফগানিস্তানের তালেবানদের তৈরি স্টিকি বোমা উদ্ধার করা হয়েছে। ভয়ঙ্কর এই স্টিকি বোমা ব্যবহার করেই আফগানিস্তানে ত্রাস কায়েম করেছে তালেবান। আর এসব ভেবেই কাশ্মীর নিয়ে চিন্তিত ভারত।

জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, সম্প্রতি কাশ্মীরের বিভিন্ন চেকপোস্টে স্টিকি বোমার উদ্ধারের ঘটনা ঘটেছে। এছাড়া উপত্যকার সন্দেহজনক এলাকায় তল্লাশি চালিয়েও একই ধরণের বোমা উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

ভারতীয় সেনা বাহিনীর বরাতে আরও বলা হয়েছে, কাশ্মীরে স্টিকি বোমা উদ্ধারের পর থেকেই এ অঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাদের একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তানে তৈরি এসব স্টিকি বোমা গোপন পথে সীমান্ত দিয়ে কাশ্মীরে আনা হয়েছে। মারাত্মক এই বোমা কীভাবে কাশ্মীরে এসেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ভারতের বোম্ব ডিজপোজাল ইউনিটের বরাতে দেশটির গণমাধ্যমগুলো বলছে, স্টিকি বোমাতে চুম্বক লাগানো থাকে। যে কারণে তা খুব সহজেই যানবাহনে আটকে দেয়া যায়। এছাড়া রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকে এই বোমাটি নিয়ন্ত্রণ করা যায়। আফগাস্তিানে অধিকাংশ গাড়ি বোমা হামলায় এই বোমা ব্যবহার করেছে সন্ত্রাসীরা।

 

টাইমস/এসএন

Share this news on: