“যা অসুন্দর বলে মনে হয়, তার মধ্যেও সৌন্দর্য থাকে”

বুদ্ধদেব গুহ একজন ভারতীয় বাঙালি লেখক। বিখ্যাত এই বাঙালি লেখকের জন্ম ১৯৩৬ সালের ২৯ জুন, তৎকালীন পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) রংপুরে।

তিনি মূলত বন, অরণ্য এবং প্রকৃতি বিষয়ক লেখার জন্য পরিচিত । বহু বিচিত্রতায় ভরপুর এবং অভিজ্ঞতাময় তার জীবন। ইংল্যান্ড, ইউরোপের প্রায় সমস্ত দেশ, কানাডা, আমেরিকা, হাওয়াই, জাপান, থাইল্যান্ড ও পূর্বআফ্রিকা তার দেখা। পূর্বভারতের বন-জঙ্গল, পশুপাখি ও বনের মানুষের সঙ্গেও তার সুদীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। সাহিত্য-রচনায় মস্তিষ্কের তুলনায় হৃদয়ের ভূমিকা বড়- এই মতে তিনি বিশ্বাসী।

‘জঙ্গলমহল’ তার প্রথম প্রকাশিত গ্রন্থ। তার লেখা উপন্যাস সমূহের মধ্যে রয়েছে কোজাগর আয়নার সামনে, অভিল্বাহিক, অববাহিকা, অবরোহী, অদ্ভুত লোক, আলোকঝারি, অনবেষ, বাবলি প্রভৃতি। তার বিতর্কিত উপন্যাস ‘মাধুকরী’ দীর্ঘদিন ধরে বেস্টসেলার।

তার একটি বিখ্যাত উক্তি-

“সৌন্দর্যের বুকের মধ্যেই অসৌন্দর্য থাকে।

আর যা অসুন্দর বলে মনে হয়, তার মধ্যেও সৌন্দর্য থাকে।”

 

টাইমস/এনজে

Share this news on: