সোনার সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে রূপার

করোনা মহামারী শুরুর পর থেকেই বিশ্ব বাজারে সোনার দামে আগুন। করোনা প্রাদুর্ভাবের শুরুর দিকে সোনার দাম যা ছিল, এখন সেই দাম দ্বিগুনেরও বেশি বাড়তি। একই ভাবে অস্থির বাংলাদেশের সোনার বাজার। তবে এবার দেশের বাজারে সোনার পাশাপাশি রূপা ও প্লাটিনামের দামও বেড়েছে।

বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় চলতি মাসে দেশের বাজারে দু’দফায় ভরিতে সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবশেষ গত ২৩ মে থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৩৩৩ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ৫৮৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫১ হাজার ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

দেশের বাজারে সোনার দাম বাড়ার কারণ হিসেবে জুয়েলার্স মালিক সমিতি জানিয়েছে, করোনার কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়েই চলেছে। এছাড়া বন্ধ রয়েছে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট। ফলে আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার কারণে চাহিদার বিপরীতে সোনা আমদানি করতে পারছেন না ডিলাররা। এসব কারণেই মূলত দেশের বাজারে সোনার দাম বাড়ছে।

এদিকে গত সপ্তাহ থেকে বিশ্ব বাজারের সঙ্গে তালমিলিয়ে দেশের বাজারেও বেড়েছে রূপার দাম। বিশ্ববাজারে রূপার দাম বেড়েছে ১ দশমিক ৫২ শতাংশ এবং এক মাসের ব্যবধানে তা বেড়েছে ৭ দশমিক ১১ শতাংশ।

এতে প্রতি আউন্স রূপার দাম দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৪ ডলার। এছাড়া সবচেয়ে দামি ধাতু প্লাটিনামের দাম গত সপ্তাহে বেড়েছে ১ দশমিক ১৬ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ১৮০ দশমিক শূন্য ৩ ডলার।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ