দুপুরবেলা, সারিবদ্ধভাবে বসে আছেন কিছু মানুষ। একটি দল খাবার নিয়ে এলো। তারা খেলেন তৃপ্তিভরে।
এটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার প্রতিদিনের চিত্র। প্রতিদিন পাঁচ শতাধিক মানুষকে দুবেলা খাওয়াচ্ছেন ঢাবি শিক্ষার্থী তানভীর হাসান সৈকত ও তার দল।
এর আগে করোনার প্রথম লকডাউনে টানা ১২১ দিন ১০০০ ভাসমান মানুষকে দুবেলা খাওয়ানো, সুনামগঞ্জে বন্যার্তদের সহায়তা করে সৈকত ও তার দল। এ কাজের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘ সৈকতকে 'রিয়াল লাইফ হিরো' উপাধি দেয়।
সৈকত ঢাবির থিয়েটার এন্ড পার্ফরম্যান্স স্টাডিজ বিভাগের ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) এর সাবেক সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ ছাত্রলীগের উপ সমাজসেবা সম্পাদক পদে রয়েছেন।