সাকিবের পাঁচে সিরিজের প্রথম জয়

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ১ম ওয়ানডেতে ১৫৫ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ১ম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৭৬ রান।  ওপেনার লিটন দাস সর্বোচ্চ ১০২ রান করেন। সাকিব আল হাসানের বোলিং জাদুতে জিম্বাবুয়ে ১২১ রানে অলআউট। ৩০ রানে ৫ উইকেট নেন সাকিব।


টস জিতে হারারেতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর। যেমন সিদ্ধান্ত তেমন প্রতিদান। মুজারাবানি দ্বিতীয় ওভারের প্রথম বলে তামিমকে ফেরালেন। শূন্য রানের তামিমের ১৯ শূন্য। তালিকায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। ব্যাট হাতে সাকিব আল হাসান আরেকবার ব্যার্থ। ব্যর্থতা তাকে ছাড়ছেই না। ১৯ রান করা সাকিবও ক্যাচ হয়ে ফিরেছেন মুজারাবানির বলে। বিপদে বাংলাদেশ।


লিটন-মিঠুনের হাল ধরার চেষ্টা বেশিক্ষণ স্থায়ী হলো না। চাতারার বলে চাকাভার হাতে ক্যাচ। দলের তখন ৫৭ রান। মোসাদ্দেক হোসেন সৈকতও এলেন আর গেলেন। ১৫ বলে ৫ রান করে দলকে খাদের কিনারায় ফেললেন। তারপরে ক্রাইসিস মোমেন্টে ক্রাইসিসম্যান মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডকে চাঙ্গা করার কাজটা এগিয়ে নেন লিটন দাস।  রিয়াদ আউট হওয়ার আগে উভয়ে মিলে করেন ১০৩ বলে ৯৩ রানের জুটি। দলের রান তখন ৫ উইকেটে ১৬৭। ১টি ছক্কায় ৩৩ রান করেন রিয়াদ।




নিজের চতুর্থ অর্ধশতককে চতুর্থ শতক বানিয়েছেন লিটন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আফিফ হোসেন। যার মধ্যে তিনটে করেছেন জিম্বাবুয়ের সাথে। ১১৪ বলে ১০২ রান করে তিনি ফিরলে বাকি ইনিংসটা এগিয়ে নেন আফিফ হোসেন । ৩৫ বলে ৪৫ রানের ক্যামিও ইনিংস বাংলাদেশকে দেয় ২৭৬ রানের পুঁজি।


ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। ধাক্কা সামাল দেওয়ার চেষ্টায় থাকা টেইলর - মায়ার্সের জুটি ভাঙ্গে শরিফুল। জিম্বাবুয়ের রান যখন ৭৮ ফ্লাইট বলে অধিনায়ককে ফেরান সাকিব আল হাসান। পরে আর দাঁড়াতে পারেনি কোনো জুটিই। ৫৪ রানের চাকাভাকেও ফেরান তিনি। পরবর্তীতে নিয়মিতভাবে ফিরিয়েছেন  রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রেজিস চাকাভা রিচার্দ এনগারাভাকে।


সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৬/৯ (তামিম ০, লিটন , সাকিব ১৯, মিঠুন ১৯, মোসাদ্দেক ৫, মাহমুদউল্লাহ ৩৩, আফিফ ৪৫, মিরাজ ২৬, সাইফ ৮*, তাসকিন ১, শরিফুল ০*; মুজরাবানি ১০-২-৪৭-২, চাতারা ১০-১-৪৯-১, এনগারাভা ১০-১-৬১-২, জঙ্গুয়ে ৯-০-৫১-৩, বার্ল ৫-০-৩১-০, মাধেবেরে ৬-০-৩৭-০)।

জিম্বাবুয়ে: ২৮.৫ ওভারে ১২১ (মাধেবেরে ৯, মারুমানি ০, টেইলর ২৪, মায়ার্স ১৮, চাকাভা ৫৪, বার্ল ৬, জঙ্গুয়ে ০, মুজরাবানি ২, চাতারা ২*, এনগারাভা ০, মারুমা আহত অনুপস্থিত; তাসকিন ৫-০-২২-১, সাইফ ৪-০-২৩-১, সাকিব ৯.৫-০-৩০-৫, শরিফুল ৬-০-২৮-১, মিরাজ ৩-০-১৫-০, মোসাদ্দেক ১-০-১-০)

ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস

Share this news on: