ইজরাইলের সফটওয়্যারে সাংবাদিকের মোবাইলে গুপ্তচরবৃত্তি

ইসরাইলি গোয়েন্দা সফটওয়্যার ব্যবহার করে বিশ্বের সর্বাধিক সাংবাদিকের মোবাইল ফোনে আড়িপাতা হয়েছে বলে অভিযোগ উঠেছে


বিশেষ গোয়েন্দা নজরদারি সফটওয়্যার (স্পাইওয়্যার) ব্যবহার করে বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদদের ফোনে আইনবহির্ভূতভাবে নজরদারি চালানোর এক ঘটনা সম্প্রতি ফাঁস হয়েছে।


ইসরায়েলভিত্তিক গোয়েন্দা ও নিরাপত্তা প্রযুক্তি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপের উদ্ভাবিত সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে বিশ্বের কর্তৃত্ববাদী সরকারসমূহ এই নজরদারি চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

ADVERTISEMENT


ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসভিত্তিক অলাভজনক সংস্থা ফরবিডেন স্টোরিজ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হাতে সম্প্রতি একটি এ সংক্রান্ত একটি ডাটাবেস পৌঁছেছে, যেখানে ৫০ হাজারেরও বেশি ফোন নম্বরের একটি তালিকা রয়েছে।

বিশ্বের প্রথম সারির মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদদের ফোন নম্বর এগুলো। এই তালিকা হাতে পাওয়ার পর গার্ডিয়ান, দ্য অ্যায়ারসহ ১৬ টি পত্রিকাকে এই তথ্য জানায় ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ।

Share this news on: