বাংলাদেশ হারলো হারারেতে, সমতায় ফিরলো জিম্বাবুয়ে

হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২৩ রানে হারিয়ে সমতা ফিরেছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দেওয়া ১৬৭ রানের টার্গেটে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ম্যাচে সেরা পারফর্মারদের মধ্যে এগিয়ে ছিলো ওয়েলিংটন মাসাকাদজা। তবুও বিবেচনায় ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন ওয়েসলে মাদিভিরে।


টস জিতে ব্যাট করতে নেমে ৪২ রানে দুই উইকেট হারালেও অন্য প্রান্তে ওয়েসলে মাদিভিরের ব্যাটে নির্ভরতা খুজে পায় জিম্বাবুয়ে। মাধেভেরের ৭৩ এবং সাথে মাইয়ার্স, বার্লের ইনিংসে লড়াকু ১৬৬ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। ৩ ছয় ও ৫ চারে মাদিভিরে ক্যারিয়ার সর্বোচ্চ ৭৩ রান করেন। তার আউটের পর ১৯ বলে ৩৪ রান করে ইনিংসের চাকা সচল রাখার কাজটা করেন রায়ান বার্ল। তিন উইকেট নেন শরিফুল ইসলাম।


রান তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ের দুরবস্থার দৃশ্য ফুটে উঠে ম্যাচের ১৭ রানের মধ্যেই। আগের ম্যাচে দুই ফিফটি পাওয়া ওপেনারই ধরেন প্যাভিলিয়নের পথ। নিজের সাথে প্রতিযোগিতায় আবারও আগের মতো নিজের কাছেই হারলো সৌম্য। ২৮ রানের ছোট্ট পার্টনারশিপ গড়েন মাহাদি-সাকিব। সাকিবকে ফিরিয়ে জুটি ভাঙেন মাসাকাদজা।এতেই ক্ষান্ত নন তিনি নবম ওভারে জোড়া শিকারে কোমর ভাঙেন স্বাগতিকদের। মাহমুদউল্লাহ ও মেহেদি ফিরেন লং অনে ক্যাচ হয়ে। ৫৩ রানে ৫ উইকেটের স্কোরবোর্ড নুরুল হাসানের উইকেটে ৬৮ রানে ৬ এ পরিনত হয়।




অভিষিক্ত শামীম হোসাইন ক্রিজে আসেন। ম্যাচের দৃশ্যপটে বদল আনেন। সিরিজ জয়ের আশ্বাস দেখান। রাজার বলে লেগ সুইপে ছক্কা যেন শামীমের ক্যালিবারের জানান দিলেন। মাধেভেরের ওভারেও একটি ওভার বাউন্ডারির সাথে দুটি বাউন্ডারি মারেন।আফিফকে নিয়ে ২৩ বলে ৪৩ রানের জুটি করেন। জঙ্গুয়ের বলে আউট হওয়ার আগে করেন ১৩ বলে ২৯ রান। পরে আফিফ, সাইফুদ্দীনরাও ব্যাট ঘুরিয়েছেন তবে বড় শটে ধরা পড়েছেন। আফিফ করেন ২৪ , সাইফুদ্দীন ১৯। তাসকিনের উইকেটে ম্যাচ শেষ হয় শেষ বলের আগেই।


স্কোরঃ

জিম্বাবুয়ে- ১৬৬/৬ (২০)

মাধেবেরে (৭৩), বার্ল (৩৪*)

শরিফুল ৩৩/৩


বাংলাদেশ- ১৪৩ (১৯.৫)

শামীম (২৯), আফিফ (২৪)

মাসাকাদজা ২০/৩, জঙ্গুয়ে ৩১/৩

Share this news on: