জন রে, ১৬২৭ সালের ২৯ নভেম্বর যুক্তরাজ্যের ব্ল্যাক নোলেলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজ প্রকৃতিবিদ।
জন রে সর্বপ্রথম প্রাণী জগতের আধুনিক শ্রেণীবিন্যাস করে শ্রেণীবিভাগের সংজ্ঞা প্রদান করেন। এছাড়াও তিনি বোটানি, প্রাণিবিদ্যা ও প্রাকৃতিক ধর্মবিজ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ গবেষণা করাসহ এই বিষয়ে ২৩ টি বই লিখেছেন। তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে- হিস্ট্রি অব ফিসেস, হিস্ট্রি অব প্লান্টস, সিনোপসিস অব এনিম্যাল অ্যান্ড রেপ্টিলেস, কলেকশন অব ইউরেপিয়ান প্লান্টস, দ্য উইডম অফ গড ম্যানিফেস্টেড ইন দ্য ওয়ার্ক অব ক্রিয়েশন ইত্যাদি।
১৭০৫ সালের ১৭ জানুয়ারী যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেন জন রে।
তাঁর একটি বিখ্যাত উক্তি হলো-
“সৌন্দর্য হচ্ছে ক্ষমতা; আর হাসি হচ্ছে এর তরবারি”