লিটন-মুশফিকের জুটিতে প্রথমদিনে বাংলাদেশ থামলো ২৫৩ রানে

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুতে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা।

দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকু রহিম ও লিটন কুমার দাস।

ছয়ে ব্যাটিংয়ে নামা লিটন দাসকে সঙ্গে নিয়ে ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মুশফিক। এই মাঠে এটাই পঞ্চম উইকেটে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকের সঙ্গেই মেহরাব হোসেনের ১৪৪ ছিল আগের সেরা।

তাদের এই জুটিতেই চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান।

১১৩ রানে অপরাজিত আছেন লিটন দাস ও ৮২ রানে মুশফিকুর রহিম। লিটন নিজের ছয় বছরের ক্যারিয়ারে ২৬তম টেস্টে এসে এই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন। অন্যদিকে মুশফিকুর রহিম নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির পথেই আছেন।

Share this news on: