না.গঞ্জ নির্বাচন : শেষ দিনেও প্রচারণায় ফরিদুন্নাহার লাইলী

প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন সকল দলের নেতা-কর্মীরা। প্রার্থীদের পক্ষে প্রচারণায় আসছেন নানা পরিচিত মুখ। হেভি ওয়েট নৌকার প্রার্থীর ড. সেলিনা হায়াৎ আইভির পক্ষে মাঠে কাজ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

নারায়ণগঞ্জের চাষাড়া, গোদখন্ডসহ ৮ ওয়ার্ডে নৌকার প্রচারণায় ব্যস্ত ছিলেন ফরিদুন্নাহার লাইলী। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচনী দায়িত্ব পালন করছেন।

স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা জানান, পহেলা জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হবার পর থেকেই নিয়মিত প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। বীর মুক্তিযোদ্ধা ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ফরিদুন্নাহার দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। নৌকার মেয়র প্রার্থীর পক্ষে ভোটারের দ্বারে দ্বারে তিনি ঘুরছেন। স্থানীয় নেতাকর্মীরাও তার এ অক্লান্ত পরিশ্রমে ভরসা ও সাহস খুঁজে পাচ্ছেন।
বাংলাদেশ টাইমসকে ফরিদুন্নাহার লাইলী বলেন, ‘নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন হবে। নারায়ণগঞ্জের নির্বাচন বানচালের জন্য বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে। নারায়ণগঞ্জের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। সেলিনা হায়াৎ আইভি যোগ্য ব্যক্তি। তিনি নির্বাচিত হয়ে প্রমাণ করবেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সাধারণ মানুষের পছন্দের শীর্ষে রয়েছে।’

আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন জানান, শেষ দিনের প্রচারণায় আপার (ফরিদুন্নাহার লাইলী) সাথে মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ, ড. রবিন ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাসেলসহ অনেক নেতাকর্মী।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। 

Share this news on: