প্রবোধকুমার সান্যাল ১৯০৫ সালের ৭ জুলাই উত্তর কলকাতার চোরবাগানে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও পরিব্রাজক। তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘কীর্তনীয়া’।
কল্লোল যুগের খ্যাতনামা ঔপন্যাসিক হিসেবেই প্রবোধকুমারের প্রধান পরিচয়। এছাড়াও তিনি সমকালীন বিজলী, স্বদেশ ও পদাতিক পত্রিকার সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন।
তাঁর প্রথম উপন্যাস ‘যাযাবর’ প্রকাশিত হয় ১৯২৮ খ্রিস্টাব্দে। পরে তিনি প্রিয়বান্ধবী, অগ্রগামী, আঁকাবাঁকা, পুষ্পধনু, বিবাগী ভ্রমর, হাসুবানু, বনহংসী, কাঁচ কাটা হীরে, নিশিপদ্ম ইত্যাদি উপন্যাস ও গল্পগ্রন্থ রচনা করেন।
প্রবোধকুমার তাঁর সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক, শিশির কুমার পুরস্কার, মতিলাল পুরস্কার, শরৎ পুরস্কার ও আনন্দ পুরস্কার লাভ করেন।
তিনি ১৯৮৩ সালের ১৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি হলো-
“সাহিত্যসেবীর পক্ষে রাজনীতি বড়ই অস্বাস্থ্যকর”