একসময় টলিপাড়ার সেরা জুটির মধ্যে একটি ভাবা হত দেবলীনা ও তার প্রাক্তন স্বামী তথাগত মুখোপাধ্যায়কে। সে সম্পর্ক এখন ভেঙেছে। বিবাহবিচ্ছেদ না হলেও দুজনের ছাদ আলাদা হয়েছে। প্রায় তিন বছর ধরে নাকি এক ছাদের নিচে থাকছেন না তারা।
তবে এখনও প্রায়ই তথাগতর নাম শোনা যায় দেবলীনার মুখে। স্বামীর মঙ্গলই কামনা করেন অভিনেত্রী।
অন্যদিকে ফের প্রেমে জড়িয়েছেন তথাগত। সহকারী পরিচালক আলোকবর্ষা বসুর সঙ্গে প্রেমে জড়িয়েছেন তিনি। তথাগতর সঙ্গে আলোকবর্ষার বয়সের ব্যবধান অনেকটাই। বলা চলে অসম প্রেম। তবে সেসব বাধা হয়ে দাঁড়ায়নি।
বেশ গতিতেই যেন এগোচ্ছে পরিচালক-অভিনেতা তথাগতের প্রেম জীবন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি রাস, যার সেটে এই ছবির সহকারী পরিচালক আলোকবর্ষা বসুর সঙ্গে প্রেম শুরু হয় পরিচালকের।
আর রাস সিনেমার সাকসেস পার্টির পরই প্রেমিকা আলোকবর্ষাকে নিয়ে উত্তরবঙ্গে পাড়ি দিলেন অভিনেতা। সেখান থেকেই বেশ কিছু ছবি শেয়ার করেছেন পরিচালক।
তথাগতর শেয়ার করা ছবির ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে, প্রেমিক জুটি এই বর্ষায় জঙ্গলের মনোরম দৃশ্য উপভোগ করতে কাজিরাঙা গিয়েছেন। সেখান থেকে আলোকবর্ষার সঙ্গে সেলফি তুলেছেন জিপের মধ্যে। প্রেমপর্ব যে ভালই চলছে তা বোঝাই যাচ্ছে। এর আগেও মন্দারমণিতে ঘুরতে গিয়েছিলেন তারা, সেই সময় তাদের সঙ্গে ছিল তথাগতর দুই পোষ্য।
এদিকে স্বামীর নতুন প্রেমে খুশী দেবলীনা। এর পিছনেও একাধিক যুক্তি দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, আমার একাধিক যুক্তি। এক, আমরা বিচ্ছেদের মামলা দায়ের করিনি। কিন্তু গত তিন বছর ধরে আমরা এক ছাদের নীচেও থাকি না। ফলে, সেই অর্থে আমাদের দাম্পত্য নেই। দুই, শীর্ষ আদালত যখন এক সম্পর্কে থাকাকালীন অন্য সম্পর্কের মান্যতা দেয় সেখানে আমি বলার কে? তিন, আমি প্রচণ্ড ভালবাসি তথাগতকে, এখনও। তার ভাল থাকাটাই কাম্য। তাই আমি খুশি।
অভিনেত্রী আরও বলেন, এই ভালোবাসাই আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে দিয়েছে। এখনও আমাদের পোষ্য সন্তানের বিষয়ে আমাদের কাছেই ফোন আসে। এখনও সামাজিক মাধ্যমে তথার কোনও ছবিতে চোখের তলায় কালি দেখলে ফোন করে জানতে চাই, চোখের কোলে কালি কেন? তুই ভালো নেই? ওর এমন অনেক গোপন কথা জানি, যা আর কেউ জানে না। তথাগত মুখোপাধ্যায়কে এ ভাবেই আজীবন ভালবেসে যাব। এভাবেই আমার জীবনে আজীবন থেকে যাবে সে।
অন্যদিকে টলিপাড়ার অন্দরে বেশ কিছু মাস ধরে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। দেবলীনার জীবনেও নাকি এসেছে নতুন প্রেম। স্টুডিওপাড়ার গুঞ্জন, অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন দেবলীনা। আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিল- ধর্না কে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যায় দু'জনকে। সোশ্যাল মিডিয়াতেও রয়েছেন দু'জনের একসঙ্গে বহু ছবি। যদিও এখনও এই সম্পর্ককে 'জাস্ট ফ্রেন্ডস' তকমা থেকে বেরিয়ে অন্য কিছু নাম দেননি দু'জনে কেউই।
এসএন